
নিজেস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন ধরনের মালামালসহ এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াই টার সময় টার্মিনালের চেকিং টেবিলে ব্যাগ তল্লাশির সময় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত যাত্রীর ব্যাগ থেকে Wincerex সিরাপ ৪ বোতল, Blue Horse Premium Hookah Tobacco ১১ প্যাকেট, থ্রি-পিস ৭টি, শাড়ি ৩টি, ওড়না ৫টি, শাল/চাদর ১টি, টাইটান ঘড়ি ১টি এবং Oppo Reno 5G মোবাইল ১টি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৮৮,৬০০ টাকা।
আটক যাত্রীর হলেন, মোঃ আবু ইব্রাহিম আলী (২৩)। তিনি ভারতীয় নাগরিক, পাসপোর্ট নম্বর AD450818। তার গ্রাম খিধিরপুর (কলকাতা), জেলা ওয়েস্ট বেঙ্গল; পিতার আবু তাহের আলী।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে নেশাজাতীয় সিরাপ ও অন্যান্য জব্দ মালামালসহ সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে যানাগেছে।