
নিজস্ব প্রতিবেদক: যশোরে তপন স্মৃতি সংসদ ১৬ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুন্সী মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
যশোর শহরের গাড়ী খানা রোড এলাকার তপন স্মৃতি সংসদ আয়োজিত প্রতিযোগিতার ৪র্থ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্পোর্টস জোন ও কার্ড গ্যালারি। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ৯ নভেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন স্মৃতি সংসদের সভাপতি আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুুজ্জামান সেলিম ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামন।