1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

হুমকি ধামকি দিয়ে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না- ভিপি আব্দুল কাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেছেন, জামায়াত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
ভিপি আব্দুল কাদের বলেন, হুমকি ধামকি দিয়ে দাঁড়িপালার গণজোয়ারের ঢেউ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। গণজোয়ারের ঢেউওয়ে অপশক্তি ভেসে যাবে বলে মন্তব্য করেন তিনি।
আরও বলেন, মানুষের প্রচেষ্টা যখন শেষ হয়ে যায় তখন মহান আল্লাহর সাহায্য চলে আসে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গণভবনের পেছন দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাজ পরিবর্তনে যুবকদের এগিয়ে আসতে হবে। যশোরের মানুষ পরিবর্তন চাই। সব জায়গায় পরিবর্তনের আওয়াজ উঠেছে। জামায়াত পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন হয়ে থাকে। এই দলে নেতার ছেলে নেতা হয় না । আমরা রাজনীতি করি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে। আমরা রাষ্ট্রীয় সম্পদ দখল বা ভোগের জন্য না। মানুষের অধিকার প্রতিষ্ঠায়। আগামীতে জনগন জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
৩১ নভেম্বর রাত সাড়ে ৮ টায় তপসিডাঙ্গায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিহাব, চাঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার ইমরান হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ ফারুক হাসান।
ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক যুবক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট