1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

নবনির্বাচিত সাংবাদিক কমিটির সঙ্গে যশোর জামায়াত নেতাদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উভয় পক্ষ একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতা পেশার উন্নয়ন, পেশাগত ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, যশোর-৪ সংসদীয় আসনের (বাঘারপাড়া-অভয়নগর) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন এবং অধ্যাপক গোলাম কুদ্দুস।

সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আকরামুজ্জামান,সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফাহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান মিলন এবং নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।

মতবিনিময় সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের উন্নয়ন, ন্যায় প্রতিষ্ঠা ও গণমানুষের কল্যাণে তাদের ভূমিকা অপরিসীম। সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের উচিত সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা।

তিনি আরও বলেন, আমরা চাই সাংবাদিক ইউনিয়ন যশোরের নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধ থেকে সংগঠনের মর্যাদা ও সদস্যদের অধিকার রক্ষায় কাজ করুক। সাংবাদিকরা যেন কোনো প্রকার চাপ বা প্রভাবমুক্ত থেকে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে পরিবেশ তৈরি করাই আমাদের প্রত্যাশা।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের বার্তা পৌঁছে দেন। আমাদের লক্ষ্য পেশার মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণ। আমরা সব মত ও চিন্তার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক এস এম ফাহাদ বলেন, গণমাধ্যম সত্য প্রকাশের শক্তিশালী মাধ্যম। আমরা বিশ্বাস করি—সত্য সংবাদ সমাজে ন্যায় প্রতিষ্ঠার পথ তৈরি করে। সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন কমিটি গণমানুষের পক্ষে থেকে নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে।

সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট