
যশোর অফিস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (৯০) আসনের জন্য গাজী শহিদুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত শনিবার (১৯ অক্টোবর) দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় নেতারা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে দেশের প্রতিটি আসনে সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়ে বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
গাজী শহিদুল ইসলাম বলেন, “জনগণের সেবা করা এবং সৎ রাজনীতি প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ের সমাজ গড়তে আমি বদ্ধপরিকর।”
উল্লেখ্য, যশোর-৬ আসনটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচিত। এ আসনে প্রধান রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশও এবারের নির্বাচনে শক্ত অবস্থান নিতে চাই।
দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের পর্যালোচনার পর গাজী শহিদুল ইসলামের নাম চূড়ান্ত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।