1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

উৎসবমুখর পরিবেশে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আকরামুজ্জামান। এ পদে অপর প্রার্থী এম আইউব পেয়েছেন ২৪ ভোট।

৫২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। এ পদে অপর প্রার্থী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন ১৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এ আর মশিউর। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট। দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৮ ভোট। এ পদে অপর প্রার্থী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর কামরুজ্জামান মনি। তাঁর অপর প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে ওয়াহিদুজ্জামান মিলন নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।

বিকেল তিনটায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে বিকেল সাড়ে চারটায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল। এসময় সেখানে নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের নিচতলার অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সাংবাদিক ইউনিয়ন যশোরের ৬৫ সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮টি পদের বিপরীতের ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট