
যশোর অফিস: বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর সড়ক ভবন প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা মাচররোলভুক্ত কর্মচারীদের তেনের সম্মানী নির্ধারণ, ২৭ মার নীতিমালা চূড়ান্তকরণ এবং উক্ত নীতিমালার ৭ নম্বর মামলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শ্রমিক একতা জিন্দাবাদ”, “বাংলাদেশ জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম সিকদার, সহ-সভাপতি মাওলানা আশরাফ আলি, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও সহ-সভাপতি রাসেল হোসেনসহ অন্যান্যেরা।
আয়োজকরা জানান, চলমান কর্মসূচি আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই স্থানে অনুষ্ঠিত হবে।
Like this:
Like Loading...