
যশোর প্রতিনিধি :যশোর জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র অসহায় ১৯ টি পরিবারের মাঝে ১৪ টি ছাগল ও পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে যশোর জেলা জামায়াতের ইসলামের অফিসের সামনে এ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ৩ আসনের সদর উপজেলার জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, যশোর শহর
নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসাইন , ব্যবসায়িক ফোরাম’র যশোর জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম , রবিউল ইসলাম, আব্দুর রহমান বাবলু, আনোয়ার সাদাত এবং ইসরাফিল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পেশাজীবী থানা অফিস সেক্রেটারি গাউসুল আজম।