1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

শার্শায় নিখোঁজ হওয়া ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: যশোরের শার্শায় চারদিন ধরে নিখোঁজ হওয়া ভ্যানচালক মো. আব্দুল্লাহ (২৬) এর লাশ উদ্ধার ও তিনজন কে আটক করেছে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত ঘরে থাকা বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন,কয়েকদিন ধরে এলাকায় পঁচা দুর্গন্ধ নাকে আসছে এই সন্দেহে বিষয়টি পুলিশ কে জানায়, পরে তারা ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

যানা গেছে, জিডির সূত্র ধরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেন নামে তিনজনকে আটক করা হয়।

নিহত মো. আব্দুল্লাহ (২৬) উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। গত ১০ অক্টোবর থেকে তিনি ভ্যানসহ নিখোঁজ ছিলেন।

আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

তিনি বলেন, আজ ভোরে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে লাশ শনাক্ত করি। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এ বিষয়ে ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত, তা শার্শা থানা পুলিশকে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে কাজীরবেড় গ্রামের সুমন সরদারের পরিত্যক্ত বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্য থেকে ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট