1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে প্রায় চার বছর আগে করা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির দাবি, প্রতারণা করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার জন্য ‘হত্যা’ চেষ্টার

সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। এ সুযোগে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। দিচ্ছে প্রাণনাশের হুমকিও। এর জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
বাদি আলাউদ্দীন মোড়লের মামলায় উল্লেক করেন, কেশবপুর উপজেলায় ২০১৭ সালের নভেম্বরে ৭ তারিখে আমি, রায়হান মোড়ল ও মনিরুল ইসলাম মোড়লসহ আর দুইজন মিলে ‘মেসাস জামান ব্রিকস’ নামে একটি ইটভাটা প্রতিষ্ঠা করি। এ ইট ভাটায় আমি ৩০ শতাংশ অংশিদার। যার কারণে আমরা বিভিন্ন সময় ৩৭ লাখ টাকা বিনিয়োগ করি। আর এ ভাটার ইট বিক্রিসহ মালামাল ক্রয়ের সকল হিসাব নিকাশ ও কিনাকাটার দায়িত্বে থাকেন কামরুজ্জামান মোড়ল, রায়হান মোড়ল ও মমতাজ বেগম। ফলে তাদের কাছে থেকে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ চাওয়া হলে তালবাহানা করে। এজন্য তারা মারপিট ও প্রাণ নাশের হুমকিও দেয়। পরে হিসাব নিকাশ নিয়ে সালিশ ডাকা হয়। সেই সালিশে আমার পিতাকে গালিগালাজ করে এবং টাকার হিসাব দিতে পারবে না জানিয়ে দেন। ঐ সময় গালাগালি দিতে নিষেধ করা হলে ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলাম মোড়লের ছেলে কামরুজ্জামান মোড়ল, মৃত ইসমাইল মোড়া ছেলে রায়হান মোড়ল, কওছার আলী মোড়লের ছেলে মনিরুল ইসলাম মোড়ল, মনিরুল মোড়ল ছেলে রাশেদ মোড়ল ও স্ত্রী মমতাজ বেগম, কামরুজ্জামান মোড়লের স্ত্রী শান্তা খাতুনসহ ৪/৫জন আসামী আমাকে দেশীয় অস্ত্র দা, রোড, লাটি দিয়ে আমার উপরে হামলা চালায়। এসময় আমার বড় ছেলে ও ছোট ছেলে ঠেকাতে গেলে তাদের অস্ত্র দিয়ে মারপিট ও জখম করে। একই সাথে হত্যার উদ্দেশ্য আমার মাথায় সাবল দিয়ে আঘাত করে। এবং ঠেকাতে গেলে পায়ে আঘাত করে হাটুর মালা ভেঙ্গে দেন আসামীরা। এবং আমার ছেলে কাছে ডিলারশীপের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। সালিশে থাকা লোকজন আমাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বাদি ছোট ছেলে ওহিদুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদেরকে ধরছে না। এ সুযোগে আসামীরা চলমান মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বিভিন্ন মাধ্যম দিয়ে ভয় দেখাচ্ছে। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, প্রাণ নাশের হুমকি অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামীর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট