1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা,ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে তিন টায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতির আজিজুল হক এর উদ্যোগে শিক্ষা, ধর্মীয় ও সমাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

এসময় শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর সকল সাংবাদিক উপস্থিতি হয়ে,বেনাপোল তালসারি প্রাথমিক বিদ্যালয়,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন এতিম খানা, বেনাপোল তালসারি মহিলা মাদ্রাসা সহ আরও অন্যান্য শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা করেন।

এ কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রজাতীর ফলজ, ঔষধি ও ফুল গাছ রোপণ করা হয়েছে।

শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,এ মহতী উদ্যোগ যারা হাতে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের সাধুবাদ জানাচ্ছি। দেশে যত বেশি বৃক্ষ রোপণ হবে দেশের পরিবেশ ভালো থাকবে, জলবায়ু পরিবেশের অনুকূলে থাকবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের পাশে থেকে অনুপ্রাণীত ও উৎসাহিত করার চেষ্ঠা করবো।

উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও বেনাপোল সময় টেলিভিশনের রিপোর্টার আজিজুল হক বলেন, সাংবাদিকতার পাশা পাশি সাংবাদিক ঐক্য পরিষদ নিরাপদ সড়ক,মাদক মুক্ত সমাজ গঠন ও মেধাবী শিক্ষার্থীদের অবিভাবকদের সম্মানিত করেছে। এবার গাছ বিতরনের মধ্য দিয়ে আর একটি সামাজিক কাজে অংশ নিয়েছে। তিনি সমাজিক কাজে সমাজের সবাইকে অংশ নিতে আহবান জানান।

ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আইযুব হোসেন পক্ষী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়” পরিবেশ বাঁচায়। বৃক্ষ আমাদের জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বাঁচলে পরিবেশ বাঁচবে, টিকে থাকবে প্রাণ বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ বড় সহায়ক। পরবর্তী দিনগুলোতে ইউনিয়নের বিভিন্ন সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।

ঐক্য পরিষদের উপদেষ্টা ইনামুল হক ও আব্দুল গফফার ছন্দ জানান, বৃক্ষরোপণের ফলে সড়কের মাটি ক্ষয়রোধ হবে, অন্যদিকে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষিত থাকবে।

ঐক্য পরিষদের সহ সভাপতি আনিসুর রহমান বলেন, ঐক্য থাকলে যে কোন কাজ সহজে করা যায়। এভাবে ঐক্য পরিষদ সব সময় সামাজিক কাজে অংশ নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট