
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত হয়ে ৭ মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্নি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় কাকলী (১৬) কে তার স্বামী রানা (১৯) প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন। এসময় তার শাশুড়ি রেহেনা দুই দিন ধরে তাকে না খাইয়ে রাখেন বলে অভিযোগ। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তার পেটে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই রাত সাড়ে দশটার দিকে তিনি ৭ মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।
আজ রোববার সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মৃতদেহসহ চৌগাছা থানায় নিয়ে এসে অভিযোগ করেন।
এ ঘটনায় চৌগাছা থানার এসআই (নিঃ) সলিমুল হক তদন্ত করেছেন। প্রাথমিকভাবে স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫) কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চৌগাছা থানার ওসি জানান, আনোয়ার হোসেন বলেছেন “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Like this:
Like Loading...