
যশোর অফিস : যশোরে কাভার্ডভ্যানের চাপায় শাহিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে যশোর মাগুরা সড়কের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের খাজুরা বাজার রোডে এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শাহিনুর রহমান যশোরের ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাহের আলী মোল্লার ছেলে। দুপুরে তিনি পায়ে হেঁটে এম.এন. মিত্র বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-০১৬৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক বাবলু হোসেন (৫২)কে সদরের ফুলবাড়ী পুলিশ আটক করেছে। চালক বাবলু হোসেন যশোর শহরের বেজপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Like this:
Like Loading...