
যশোর অফিস: শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোরে স্মরণসভা, কুইজ প্রতিযোগিতা, চকলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সুনামধন্য যশোর জেলা স্কুলে “ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)”–এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনটি “আগ্রাসন প্রতিরোধ দিবস” হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠক নাঈম আহমেদ, কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন শিশির, যশোর জেলার আহ্বায়ক আল মামুন লিখনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তারা আবরার ফাহাদ হত্যার নৃশংসতা, ছাত্র রাজনীতির নিকৃষ্ট ট্যাগিং সংস্কৃতি, ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা ও তিস্তা চুক্তি ইস্যুতে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও চকলেট বিতরণ করা হয় এবং দোয়া মাহফিলের পর নাস্তার ব্যবস্থা রাখা হয়।