1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের মণিরামপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্টে ও আরেক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে ঘটনাদুটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রাম ও কুলটিয়া গ্রামে।

প্রথম ঘটনায়, খানপুর ইউনিয়নের মাসনা গ্রামের কৃষক আবদুস সাত্তার (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার মাছ ধরার জন্য নালায় ঘুনি পেতে যান। পরে রাত একটার দিকে ঘুনি তোলার জন্য গেলে প্রতিবেশী মাছচাষি জসিম উদ্দিন তার ঘেরে চুরি ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা গুনা তারে স্পর্শ করলে সাত্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, কুলটিয়া গ্রামে অমল রায় (৫০) নামের আরেক কৃষক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, বুধবার রাতে অমল রায় খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। ভোরে তার স্ত্রী নিভা রায় ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার ফ্যানের হুকে গামছা দিয়ে স্বামী ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দুটি ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় মনিরামপুর থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট