1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

বেনাপোলে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেনাপোল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসেন। কর্মসূচিতে প্রায় ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে প্রভাবশালী একটি সিন্ডিকেট অবৈধ উপায়ে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকিং খাতে মেধা ও যোগ্যতার পরিবর্তে প্রভাব ও অনিয়ম প্রাধান্য পাচ্ছে।

তারা বলেন, ইসলামী ব্যাংকের মতো একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বিস্তার করা হলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এবং সাধারণ গ্রাহকেরা ব্যাংকের প্রতি আস্থা হারাবে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে বক্তারা গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট