
যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষণা করেন। এ সময় তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির বাকি দুই সদস্য শেখ আব্দুল্লাহ হোসাইন এবং কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানী, ৫ অক্টোবর চ্থড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি হবে, ৭ অক্টেবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়পত্র দাখিল ও বাছাই, ৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার, ৯ অক্টোবর চ্থড়ান্ত প্রাথর্ী তালিকা প্রকাশ এবং ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনী প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার সহযাগিতার জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল সকলের সহযোগিতা কামনা করেছেন।
Like this:
Like Loading...