
শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণ ডকের বাগান এলাকায় এক পঁচা পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে মোঃ তাসকিন (১১) নামে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা পরে দিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাড়ির পাসের পুকুরে তার মৃত্যু দেহ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে তাসকিন বাড়ির পাশের পঁচা পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি। পরের দিন রবিবার সকালে ভিকটিমের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
পরিবারের ধারণা, মাছ ধরার এক পর্যায়ে পুকুরে বড়শি তুলে আনার সময় লতা পাতায় জড়িয়ে সে পুকুর থেকে উঠতে না পারায় পানিতে ডুবে মারা যায়। নিহত তাসকিন নাভারণ সাতক্ষীরা মোড়ের চায়ের দোকানী আব্দুর রশিদের ছেলে।