1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন, ইমাম পরিষদ ,বসুন্দিয়া

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কার্গো ট্রাক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে
যশোর অফিস : বেনাপোলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ একটি কার্গো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর নির্দেশনায় বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) আটক করে তল্লাশি করা হয়।
পরে ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৭৬টি শাড়ি, ২১৫টি থ্রি পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ পিস ঔষধ এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কার্গো ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।
অভিযানে আটককৃতরা হলেন মাগুরা জেলার হাজি রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬), একই জেলার শিবরামপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।
 জিজ্ঞাসাবাদে তারা জানায়,বেনাপোলের নামাজগ্রামের বাসিন্দা বিল্লালের কাছ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো ঢাকা মিরপুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে শাড়ি, থ্রি পিস, ঔষধ ও কসমেটিকস পাচার বেড়ে গেছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট