
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:যশোরের শার্শা উপজেলাধীন শার্শা মিনি স্টেডিয়াম সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফিল জুট মিলে সিকিউরিটি গার্ডের দায়িত্ব শেষে বাড়ি ফিরছিলেন বাইসাইকেল আরোহী আহসান উল্লাহ (৫২)। তিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (রেজি নং– যশোর-ল-১৩-৮৬৯১) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আহসান উল্লাহ রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।