1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা ১ আসনে বিএনপির প্রার্থী হলেন তৃপ্তি ঝিনাইদহে পুত্রবধূর হাতে শ্বশুর হত্যা শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যশোরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক যশোরে গ্রামীণ ডাক কর্মচারীদের মানববন্ধন — বেতনভাতা বৃদ্ধি ও বাইসাইকেল সরবরাহের দাবি শার্শায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন হুমকি ধামকি দিয়ে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না- ভিপি আব্দুল কাদের নারীর অধিকার বাস্তবায়নের নীতির কবিতার ভূমিকা অনেক : ড. আসমা বেগম

প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) ভোটিংয়ের জন্য নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া প্রকাশ করেছে।

আজ সোমবার ইসির ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়। এতে দুইটি বিষয় তুলে ধরা হয়েছে ‘পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) এর তালিকাভুক্তি প্রক্রিয়া’ এবং ‘পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) এর ভোটদান প্রক্রিয়া’। কমিশন জানিয়েছে, অনলাইনের মাধ্যমে প্রবাসীরা সহজ ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পোস্টাল ভোটিং নিবন্ধনের জন্য মোট ১১টি ধাপ রয়েছে। প্রথমে Postal Vote BD  ইউ অ্যাপ চালু করতে হবে, এরপর দেশ নির্বাচন (বাংলাদেশ ছাড়া) করতে হবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইনপুট দিয়ে নম্বর যাচাই করতে হবে।

এরপর ভোটারের ছবি তুলতে হবে এবং লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সেলফি তুলতে হবে। রেজিস্ট্রেশনের জন্য এনআইডির ছবি তুলতে হবে, যা যাচাই করা হবে, এবং পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। এরপর ভোটারকে বিদেশে অবস্থানরত ঠিকানা দিতে হবে, যেখানে পোস্টাল ব্যালট যাবে। অ্যাকাউন্ট যাচাই হওয়ার পর নিবন্ধন সম্পন্ন হবে এবং ভোটার পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য অপেক্ষা করবেন।

ভোটদানের জন্য ৯টি ধাপ নির্ধারিত হয়েছে। ব্যালট পেপার পৌঁছলে অ্যাপে দেওয়া ঠিকানা নিশ্চিত করতে হবে, ভোট দিতে ইসির নির্দেশনা গ্রহণ করতে হবে এবং মোবাইল নম্বর যাচাই করতে হবে। এরপর নিজের ছবি তুলতে হবে, খামের উপর কিউআর কোড স্ক্যান করতে হবে এবং ব্যালট পেপারে ক্রম বা টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। ব্যালট পেপারের নমুনা সংরক্ষণ করতে হবে, খামের ভেতরে থাকা ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে এবং ভোট দিয়ে রিটার্ন খামে ব্যালট পেপার রেখে তা বন্ধ করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত ১৮ সেপ্টেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং-এর বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে তৈরি হয়েছে Postal Vote BD অ্যাপ, যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এনআইডি ব্যবহার করে নিবন্ধন করা যাবে। অ্যাপটির উদ্বোধন এখনও হয়নি, তবে কমিশন এর নাম ও কাঠামো অনুমোদন করেছে। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে সংসদীয় আসন শনাক্ত করবে। এরপর ভোটার প্রবাসে যে ঠিকানায় ব্যালট পেতে চান সেটি দিতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সহজ ও নিরাপদভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করবে বলে ইসির কর্মকর্তারা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট