
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোর জেলা ফতোয়া বোর্ডের নগর কমিটির উদ্যোগে সীরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশাবাদ কারবালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আজিমুশ্বান সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
জেলা ফতোয়া বোর্ডের সহ সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি আমজাদ হোসাইন, মুফতি মু’তাসিম বিল্লাহ, মুফতি আশরাফ আলী, মুফতি মাহমুদ হাসান প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি ইয়াসিন আলম, মুফতি আব্দুর রহমান রহমানি, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মুহাম্মাদ আলী কাসেমী এবং মুফতি আজিজ বিন আব্দুল হক।
অনুষ্ঠানে আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল যশোর নগর কমিটির উদ্যোগে ৪, ৫ ও ৩ নং ওয়ার্ড ফতোয়া বোর্ড।
এই সীরাতুন্নবী (সা.) মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহানবী (সা.)-এর সুমহান আদর্শ, ত্যাগ এবং ইসলামের শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে মহানবী (সা.)-এর দেখানো পথে চলা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।