
স্টাফ রিপোর্টর ইমরান হোসেন ইমু: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত এ সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে দলীয় ঐক্য ও সংগঠনের বিস্তার জরুরি। এ সময় নেতৃবৃন্দ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিপুল হোসেন,থানা বি এন পির সাধারণ সম্পাদক মনজুরুল হক খোকন সহ ১২ নং ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি সহ ও ইউনিয়ন বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।