
“ইমপেক্ট ইনিশিয়েটিভ” সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় “মা ইন্টারন্যাশনাল” এর অর্থায়নে যশোর অঞ্চলের ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যশোর সদরের কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যশোরের জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ইমপেক্ট ইনিশিয়েটিভ এর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কাজীপুর ইসলামিয়া পাঠাগারের সভাপতি কামরুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, সংস্থা জেলা সহকারি প্রতিনিধি সাহজুর রহমান, কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম আবু হাসান, রাকিবুল হক রিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তৃতায় এতিম শিশুদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এতিম শিশুদের মাঝে খাদ্য দান মহৎ কাজ, এটি সকলকে অবহিত করেছেন। তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন এবং এই কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সংস্থাটি খাদ্য সামগ্রী ছাড়াও এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফিস, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করে।