শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা সীমান্তের রামচন্দ্রনপুর গ্রামে ১২ কেজি গাঁজাসহ মোঃ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে, শার্শা থানার পুলিশের এসআই(নিঃ)/হযরত আলী, এএসআই(নিঃ) মোঃ সিলন আলী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকারা রামচন্দ্রপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রামচন্দ্রপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়ী হতে ১২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক আসামী হলেন,শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোঃ কওছার মোড়লের ছেলে মোঃ জুলফিকার আলী ভুট্টো।
শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের রুজু করে একটি মামলা দায়ের করা হয়েছে । ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।