
যশোর অফিস: যশোরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ সেপ্টেম্বর সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার আগড়াগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রাহিলা বেগম (৬৫)। তিনি উপজেলার দশপাখিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে প্রথমে শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে একই দিন দুপুর দেড়টার দিকে যশোর সদরের থানার চাঁচড়া রেলগেট রেলক্রসিং এলাকায় প্রাইভেটকার,মোটর ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে আহত হন রাজিয়া খানম (২৭)। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিকেল চারটার দিকে মনিরামপুর উপজেলার দেলোয়াবাটি এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন রাসেল হোসেন (৩৫)। স্থানীয়রা তাকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর যশোর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এছাড়া একই সময়ে যশোর কোতোয়ালি থানার চাঁচড়া ভাতুরিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হন রিয়াদ (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
Like this:
Like Loading...