নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা বাজারে শয়ন ট্রেডার্স’র মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে কর্মচারি আক্তার হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন ট্রেডার্স’র মালিকের আতিকুর রহমান লেন্টু বাদী হয়ে চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। আক্তার হোসেন চৌগাছা হুদাপাড়া আয়ুব হোসেনের ছেলে।
লিখিত অভিযোগে আতিকুর রহমান লেন্টু জানান, আমার চৌগাছা বাজারস্থ চৌগাছা টু কোটচাঁদপুর রোডে ‘শয়ন ট্রেডার্স’ দোকান ঘর আছে। আক্তার হোসেন আমার কর্মচারি। সে চৌগাছা কাঁচা বাজারের সরকারী ইজারার টাকা উত্তোলন করে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমার স্যামফনি বাটন মোবাইল ফোন, যার সীম-০১৯৭১-৩৩৭৫০৪ নম্বর দিয়ে চৌগাছা বাজারের সোনালী ব্যাংকের পার্শ্বে মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকান ঘর থেকে ৩ লাখ টাকা আনার জন্য বলি। তিনি মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকান ঘরে যেয়ে জনৈক হাফিজ মল্লিক এর নিকট থেকে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমি বিবাদী’কে বহুবার তার মোবাইল ফোনেসহ আমার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তিনি আরও বলেন, আক্তার হোসেনের ধরিয়ে দিতে পারলে পুরুস্কার দেয়া হবে।
চৌগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর ঘটনায় আক্তার হোসেনকে আটকের অভিযান চলছে।’