যশোর সংবাদদাতা : ২৪-এর গণআন্দোলনের ফলে ১৪ শতাধিক শহীদের রক্তের বিনিময় এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। জাতি ভেবেছিল আদর্শ সমাজব্যবস্থা ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত একটি দেশ গড়ে উঠবে। কিন্তু আজ আমরা দেখি, নানা ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদী নীতি এদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে। পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ ও ছাত্রদের হত্যা, জামায়াাত নেতৃবৃন্দকে বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করেছিল। আমরা বারবার সরকারের কাছে এসব হত্যার বিচার দাবি করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাঢ়া এদেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল মেনে নেবে না। প্রধান অতিথির হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এ কথা বলেন।
যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়াতনে রবিবার (৩১ আগস্ট ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার উদ্যোগে মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা রোডম্যাপ তৈরি করছেন, ভালো কথা। কিন্তু নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে। আমরা চাই না আবার যেন তেন নির্বাচন হোক, কিংবা দেশে কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক।
জামাযাত নির্বাচন চায় না এমন প্রারণা সম্পর্কে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই দেশে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও যশোর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আজীজুর রহমান, অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস, এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন যশোর – ৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসাবে। জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না । এটি দেশের জন্য কল্যাণকর নয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতার চেতনা অসম্পূর্ণ থেকে যাবে।
তিনি আরও বলেন , নারীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য মহিলা ওয়ার্ড সেক্রেটারিদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।