
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। কঠোর পরিশ্রম, ধৈর্য ও লক্ষ্যভেদী প্রচেষ্টা সফলতার চাবিকাঠি।
রোববার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রথমদিনে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ওরিয়েন্টেশন হয়। ২৫ আগস্ট বাকি চার অনুষদের নবীন বরণ হবে।
উপাচার্য আরও বলেন, যবিপ্রবি একটি রাজনীতি ও র্যাগিংমুক্ত ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে শীর্ষ অবস্থান ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ডিনবৃন্দ ও শিক্ষকরা বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
Like this:
Like Loading...