1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে বিষধর সাপের কামড়ে ৬ষ্ট শ্রেণীর এক কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ : যশোর কোতোয়ালি থানার, রামনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর সিরাজ সিংগা উত্তর পাড়া গ্রামে সাপের কামড়ে মোঃ মামুন (১০) বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

(২২ শে আগস্ট শুক্রবার) সকাল ১০ টার সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায়।

নিহত মামুন ওই গ্রামের আজিজুর রহমান এর ছেলে, সে স্থানীয় কুয়াদা স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিলেন।

তাকে এক নজর দেখার জন্য গ্রামবাসী সহ দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছেলেটি কে দেখতে আসেন।
তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ছেলেটির চাচা মোঃ শাহাজান হোসেন বলেন,রাত ৩ টার দিকে আমার ভাতিজা চিৎকার করে উঠলে আমরা ছুটে আসি, এসে দেখি সে কান্নাকাটি করছে,সে বলছে আমার লম্বা পানা কি জেনো কি কামড়াইছে খুব জ্বলছে,আমরা ভাবলাম বিষাক্ত কোন পোকা কামড়াইছে,পরে তার অবস্থা খারাপ দেখে তাকে নিয়ে যশোর সদরে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ঐ গ্রামের মশিয়ার রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ঘরে খাটে ঘুমিয়ে ছিল, এ সময় তার হাতে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়।
মামুন চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে প্রথমে কবিরাজ এর কাছে নেওয়া হয়।ঐখানে চিকিৎসার অবনতি ঘটলে,পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট