1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বৃষ্টি উপেক্ষা করে বোরহানউদ্দিনে এসিল্যান্ডের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ, গণ স্বাক্ষর কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণ স্বাক্ষর কর্মসূচি পালন করেছে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণ। ২৩ আগস্ট; শনিবার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন থানার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী বিশ^াস এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যাপক মো. মাকসুদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানগঞ্জ বাজারের ইমাম অধ্যক্ষ মো. মাওলানা মো. ইউসুফ ফরাজী, শিক্ষক মো. জাকির হোসেন হাওলাদার, ভোলা কলেজের ছাত্র মহিন বিন সাইফুল্লাহ, বাজার ব্যবসায়ী জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুবিধাভোগী মো. হানিফ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বক্তারা বলেন, ভালো কাজ করলে তিরস্কার, আর খারাপ কাজ করলে পুরস্কার আমরা এটা হতে দেব না। এ এসিল্যান্ড কে অল্প সময় কাদের স্বার্থে এ উপজেলা থেকে বদলি করা হয় আমরা প্রশাসনের কাছে জানতে চাই। রবিবার সরকারি কর্ম দিবসের মধ্যে এ এসিল্যান্ডের বদলীর আদেশ যদি প্রত্যাহার না করা হয় তাহলে এ উপজেলা বাসীকে সাথে নিয়ে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবো। এ এসিল্যান্ড জনবান্ধন উল্লেখ করে তারা বলেন, সে মানুষের কল্যাণে সব সময় কাজ করেছেন। চাঁদাবাজী, ঘুষ আর দূর্নীতির বিরুদ্ধে তার সময় কালে কোন দিন আপোষ করেনি। তাই তারা এই সৎ-সাহসী, দক্ষ কর্মকর্তা কে বোরহানউদ্দিনে রাখার আহ্বান জানান সরকারের কাছে। মানববন্ধন শেষে থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে থানার সামনে গণ স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য,বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান গত বছরের ২৪ জুলাই যোগদান করেন এবং গত ২১ আগস্ট; বৃহস্পতিবার বরিশাল গৌরনদী বদলী করে আদেশ জারি করা হয়। ওই দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্যোশাল মিডিয়া এ উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষ তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবী তুলছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট