
যশোর অফিস : যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬৬৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ১০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ আফছার আলী (৪৫), পিতা আনোয়ার, গ্রাম জিকরা, ডাকঘর ও থানা কলারোয়া, জেলা সাতক্ষীরাকে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার মোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফছার আলী জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি নিয়মিত সাফল্য অর্জন করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...