1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোর কেশবপুরে যুবককে শ্বাসরোধে হত্যা বেনাপোল সীমান্তে ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতা আটক যশোর অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও বিল হরিণার  জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপদেষ্টা  বরাবর স্মারকলিপি যশোর শার্শার কায়বায় ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা যবিপ্রবির প্রথম ভিত্তিপ্রস্তর ও প্রধানফটক সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান যশোরে সাংবাদিক শহিদ জয় সংবর্ধিত শার্শার উলাশী ইউনিয়নে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে ও পানিবন্দি ২৫০ পরিবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল- আমিন খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ সম্মাননা

শার্শার উলাশী ইউনিয়নে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে ও পানিবন্দি ২৫০ পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ, রামেডাঙ্গা ও নারানতলা গ্রামের মাকলার বিল ও হাজার হাজার ফসলি জমি পানির নিচে এবং প্রায় ২৫০টি পরিবার গত এক মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে এসব এলাকায় প্রতি বছরই একই চিত্র দেখা যায়।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ইউএনও ডাঃ কাজী নাজিব হাসান বলেন, “এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের সুপারিশ জানানো হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, ইউনিয়ন সচিব নাজমুল ইসলাম,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিবন্দি থাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট