যশোর অফিস: যশোর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, নিষিদ্ধ ঔষধ ও বাজিসহ আনুমানিক ৫ লাখ ১৩ হাজার ৭০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবির টহলদল বেনাপোল বিওপি ও ব্যাটালিয়ন সদর এলাকায় এ অভিযান পরিচালনা করে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।