যশোর অফিস: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী নওশের আলীকে (৫২) গ্রেফতার করেছে।
ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমারদে, ও এএসআই শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত নওশের আলীর বিরুদ্ধে যশোর আদালতে সিআর মামলায় এক বছরের কারাদণ্ড ও ১২ লক্ষ টাকা জরিমানার আদেশ ছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলার ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত নওশের আলী যশোর শহরের বকচর এলাকার মৃত নজর আলীর পুত্র।