যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে মারমুখী আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে যশোর শহর থেকে আটকের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন।
গ্রেপ্তার আইনজীবী ওজিউর রহমান জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি।
হুমকির ঘটনায় রোববার কেশবপুর থানার এসআই মোকলেছুর রহমান বাদী হয়ে ওজিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
এসআই মোকলেছুর রহমান বলেন, “সম্প্রতি ওজিউর রহমানের চাচাতো ভাই উপজেলার লক্ষীনাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় শহিদুলকে আসামি করায় রোববার থানায় ঢুকে পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন ওজিউর।”
এদিকে বাংলাদেশ জামায়েত ইসলামী কেশবপুর উপজেলার কর্মপরিষদ সদস্য ওজিয়ার রহমানকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কারণে সাময়িক বরখাস্ত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে ওজিউরকে গ্রেপ্তার করেন বলে জানান তিনি।