1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

যশোরে অনলাইনে বিজ্ঞাপন প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে চম্পট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :অনলাইনে বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে মোটরসাইকেলের টেষ্ট ড্রাইভের (পরীক্ষা মূলক চালানো) নাম করে নিয়ে তা চম্পট দিয়েছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ২ আগস্ট বেলা সোয়া ১২টার দিকে যশোর শহরের শংকরপুর বটতলার মোড়ে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে তানভিরুল ইসলাম কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার ফেসবুকে একটি ওয়েবসাইড পেজ আছে। সেখানে তিনি একটি মোটরসাইকেল (আর-১৫) বিক্রির বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপন দেখে (০১৭৫৪-৩২০৬৪৫) নম্বর থেকে ফোন দিয়ে মোটরসাইকেলটি কেনার প্রস্তাব দেয়। মোটরসাইকেলটি দেখতে ওই ব্যক্তি প্রস্তাব দেয়। তিনি রাজি হন এবং তার ভগ্নিপতির বাড়ি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিধায় সেখানে আসতে বলেন। কথা মতো অজ্ঞাত ওই ব্যক্তি ক্রেতা সেজে সেখানে যান এবং টেষ্ট ড্রাইভের নাম করে নিয়ে তা চালিয়ে চলে যান। পরে অনেক চেষ্টা করে মোটরসাইকেল উদ্ধার করতে ব্যর্থ হয়ে থানায় মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট