যশোরে মাদক বিরোধী অভিযানে দুইটি গাঁজাগাছ সহ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে যশোর জেলার কোতয়ালী থানাধীন যশোর পৌরসভার (৫ নং) ওয়ার্ডের আরবপুর গোড়াপাড়া মন্দির বিমানবন্দর সড়ক এলাকা থেকে ২ টি গাঁজা গাছ সহ আসামি শুভংকর দাসকে (৩ আগষ্ট ২০২৫) তারিখে আটক করা হয়
আটক আসামীর পরিচয়: শুভংকর দাস (২২), পিতাঃ শংকর দাস, মাতাঃ ময়না দাস, সাং- আরবপুর গোড়াপাড়া মন্দির, বিমানবন্দর সড়ক, ওয়ার্ড নং- ০৫, যশোর পৌরসভা, থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ যশোর।
উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামী শুভংকর দাস (২২) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।