1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

যশোরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে কিশোরকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের মনিরামপুরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জিসান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুই যুবক। আহত জিসান বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১ আগস্ট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিল জিসান। এর জেরে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গঙ্গুলিয়া মেঠোপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে গাঙ্গুলিয়ার পশ্চিমপাড়ায় একাকী পেয়ে ধারালো হাসুয়া দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট