
যশোর অফিস : ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী যোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে যশোরে। শুক্রবার ১ আগস্ট বিকেল সাড়ে ৩টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির ইস্যু বিভাগের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠন ‘জুলাই নারী ঐক্য’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটালেও, ফ্যাসিস্ট রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না হওয়ায় প্রকৃত অর্থে ফ্যাসিবাদ নির্মূল হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়তে বিদ্যমান ফ্যাসিস্ট কাঠামো বদল করে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়ন জরুরি।
বক্তারা আরও বলেন,শেখ হাসিনার ফ্যাসিবাদের বীজ ১৯৭২ সালের সংবিধানে রোপিত হয়েছিল,যা তাঁর শাসনামলে চূড়ান্ত রূপ নেয়। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। রাজপথ ছাড়া যাবে না এই ছিল আলোচনা সভার মূল আহ্বান।
আলোচনায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব মুর্শিদ, সাবেক ছাত্রনেতা মেহদি উর রহমান টুটুল, এনসিপির জেলা সংগঠক মুনির আজাদ ও গণমাধ্যমকর্মী সালমান হাসান রাজিব। সভাপতিত্ব করেন নারী যোদ্ধা খন্দকার রুবাইয়া এবং সঞ্চালনা করেন কবি ও অণুগল্পকার মামুন আজাদ।
অনুষ্ঠানে নারী যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। স্মৃতিচারণ করেন ছাদেকা শাহানি উর্মি, সালেহা সুলতানা ঊষা, সায়মা জামান জেবা, ফারহানা হোসেন অরণ্য, খাদিজা আক্তার, কানিজ ফাতেমা, জয়া জাকির, আখিঁ খাতুন ও আসমা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা এবং আলোচনা পর্ব ছিল মূল আকর্ষণ।
Like this:
Like Loading...