1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

যশোরে সাংবাদিক পুত্রকে ছুরিকাহত করেছে ছিনতাইকারি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোরে সাংবাদিক পুত্রকে ছুরিকাহত করেছে ছিনতাইকারি

নিজস্ব প্রতিনিধি : গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভির পুত্র জিহাদ হোসাইন (১৬) ছুরিকাহত। শুক্রবার সন্ধ্যায় শহরের ডিসি কোর্ট এলাকায়

এ ঘটনা ঘটে। আহত জিহাদ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় জিহাদ তার এক বন্ধুর সঙ্গে ডিসি কোর্ট এলাকা ঘুরতে গেলে হঠাৎ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জিহাদের পকেটে হাত দিলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তদের একজন ধারালো চাকু দিয়ে জিহাদের ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধু তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জিহাদের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ডিসি কোর্ট এলাকা সাধারণত জনসমাগমপূর্ণ হলেও সম্প্রতি সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট