1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চিত্রা নদী ও বিলগুলোতে মাছের পোনা অবমুক্ত করল ‘মাতৃভূমি’ সামাজিক সংগঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
যশোর অফিস :সামাজিক সংগঠন ‘মাতৃভূমি’র উদ্যোগে যশোরের বাঘারপাড়ার চিত্রা নদী, থানা পুকুর, ভোগের বিল ও মানুষমারার বিলে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সংগঠনটির পরিচালনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয় সিহাবুর রহমানের নেতৃত্বে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, শ্রমিক দলের পৌরসভা সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং থানা প্রশাসনের সদস্যগণ।
উক্ত কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের পুনরুজ্জীবন ও স্থানীয় জনগণের আর্থিক উন্নয়নের আশা প্রকাশ করেন আয়োজকরা।এ উদ্যোগের জন্য ‘মাতৃভূমি’ সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট