যশোর অফিস : গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২২ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৮ জন, অভয়নগরে ১০ জন, বাঘারপাড়ায় ২ জন, চৌগাছা ও মণিরামপুরে ১ জন করে চিকিৎসাধীন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩০ জন এবং ১ জনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে।