
নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩১ জুলাই (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে পোর্ট থানার নারায়নপুর দক্ষিণপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মিলন মোল্লা। অভিযানে ঘরের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর হোসেনকে(৪৫) আটক করেন। তিনি বেনাপোল পোর্ট থানার নারায়নপুর দক্ষিণপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে।
Like this:
Like Loading...