1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা নাগরিক ঐক্য’র আহবায়ক কমিটি আত্মপ্রকাশ যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকার ছবি ৩০ লাখ টাকা চাঁদা দাবি পুলিশের হাতে আটক যশোর বাঘারপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ আটক যশোর ভবদহে পানি বৃদ্ধি:৪৫টি গ্রাম প্লাবিত দ্রুত পদক্ষেপের দাবি সংগ্রাম কমিটির যশোরে মানব পাচার প্রতিরোধ মামলায় দম্পতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড বেনাপোলে ভুঁইফোড় আল ফালাহ ইসলামীক স্কলারস স্কুল বন্ধ:দায় কার ভেড়ামারায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ যশোরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক ৩ নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোর্টে সাঁজা প্রদান যশোর ভুমি অফিসের প্রসেস সার্ভার মাজেদ মীর ও কামরুলের নামে জমি দখলের অভিযোগ যশোরের ঝিকরগাছা পৌর প্রশাসক চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন সূর্যের পিতার হাতে 

যশোর ভুমি অফিসের প্রসেস সার্ভার মাজেদ মীর ও কামরুলের নামে জমি দখলের অভিযোগ

যশোর অফিস
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলা অফিসের প্রসেস সার্ভার মাজেদ মীর ও ভূমি অফিসের কামরুলের নামে একাধিক জমি দখলের অভিযোগ উঠেছে। যশোর ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার ভুমি দস্যু মাজেদ মীরও ভূমি খেকো কামরুল উভয় এর পিতা মৃত ইউসুফ মীর। দীর্ঘদিন ধরে তারা এলাকাবাসীর সঙ্গে ভূমি সংক্রান্ত বিষয়ে অত্যাচার করে আসছে এক পর্যায়ে এলাকাবাসীর গন্ডি পেরিয়ে এখন নিজ সৎ বোনের জমি দখলের চেষ্টা করছে। ভূমিদস্যু আব্দুল মাজেদ মীর ভূমি দখলের জন্য নিজের আত্মীয়-স্বজনের সম্পর্ক ভুলে যাচ্ছেন এই ভূমিদস্যু মাজেদ মীরের ও ভূমিখেকো কামরুলের এ যেন এক প্রকার নেশায় হয়ে দাঁড়িয়েছে ভূমিদস্যুরা জমি দখলের নেশায় এখন নিজ সৎ বোনের জমি দখল করার পায়তারা করছে।

সৎ বোনের জমির জের ধরে রমজান আলী চান্দু নামের ভাগিনাকে হত্যার উদ্দেশ্য গুরুতর জখম করেছেন আব্দুল মাজেদ মীর ও তার ভায়েরা।

তাদের হাত থেকে বাঁচতে নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছেন রমজান আলী চান্দু যার মামলা নং সিআর- ২১৫৬/২৫ তথ্য অনুযায়ী জানা যায় মাজেদ মীর ভূমি অফিসে চাকরি করেন সেই সুবাদে তিনি এই সমস্ত অপকর্ম দীর্ঘদিন ধরে ক্ষমতার বলে অত্যাচার চালিয়ে আসছেন ঘটনার আগে থেকেই রমজান আলী চান্দুকে বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে আসছিল এক পর্যায়ে রমজান আলী চান্দুকে (২-৬-২০২৫) তারিখে আব্দুল মাজেদ মীর ও তার অন্যান্য সহযোগী কামরুল মীর, আব্দুস সাত্তার, মজিদ মির,ও ওয়াজেদ মির একত্রিত হয়ে রমজান আলী চান্দুকে হত্যার উদ্দেশ্য গুরুতর জখম করে তারা। রমজান আলী চান্দু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে যশোর আদালতে মামলা দায়ের করেন তারপরও ক্ষান্ত হয়নি ভূমি দস্যু আব্দুল মাজেদ মীর ও কামরুল মীর। মামলা থেকে জামিন নিয়ে তারা মামলা উঠানোর জন্য হুমকি দিচ্ছে।

এবিষয়ে ভুক্তভোগী সৎ বোন কুলসুম বেগম বলেন, আব্বা বেচে থাকতে তার সকল জমি-জমা আমাদেরকে ভাগ করে লিখে দিয়ে গেছে, সেই অনুযায়ী আমার ভাগের ৯১ শতক জমি কিন্তু আমার সৎ ভাই-বোন আমার ভাগের জমি আমাকে দখল দিচ্ছে না। বরং আমার নিজ নামে থাকা ২০.৫ শতাংশ জমি আমি বিক্রি করতে চাইলে ইউএনও অফিসের চাকরি করা ভাই কামরুল মীর ও ভূমি অফিসে চাকরি করা ভাই আব্দুল মাজেদ মীর এর যোগসাজশে জাল দলিল করে জমি দখলে নিয়ে নিতে চাচ্ছে।

ভুক্তভোগী কুলসুম আরো বলেন,চাঁনপাড়া মৌজার জেএল নং২০৪, ৬৬২৩ নাম্বার দলিলের, ৭৫১ দাগ নাম্বারের ৩৩ শতাংশ জমির খতিয়ান অনুযায়ী নামজারি ও খাজনা আমি পরিশোধ করি। আমার মায়ের চিকিৎসার জন্য ৩৩ শতাংশ জমি থেকে ১২.৫ শতাংশ জমি বিক্রি করি ও ২০.৫ শতাংশ জমি আমার নামে অবশিষ্ট থাকে। এটা আমার সৎ ভায়েরা জানার পর আমার ওপর ক্ষিপ্ত হয় এবং বলে এই জমি কেন বিক্রি করেছিস এই জমি আমাদের আর কোন জমি বিক্রি করবি না।তার কিছুদিন পর একটা জাল দলিল এনে বলে এইযে দলিল এখন থেকে এই জমি আমাদের। তখন গ্রাম শালিস ডাকলে তারা কোন সুরাহা করেনা। আমি জমি বিক্রি করতে চাইলে তারা ক্রেতাকে মামলার ভয় দেখায় তারিয়ে দেয়। এবিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

ভুক্ত ভোগীর মা মর্জিনা বেগম জানান,অনেক দুঃখ-কষ্ট করে আমি আমার স্বামীর ভিটে আঁকড়ে ধরে ছিলাম কিন্তু আমার সৎ ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মেয়ের জমি বুঝিয়ে দিচ্ছে না।জমি চাইলে ছেলেরা আমাকে ও আমার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে।

এই বিষয়ে চাঁদ পাড়া পুলিশ ক্যাম্পের এস আই অহিদুজ্জামান বলেন, জমি-জমা সংক্রান্ত কোন্দলে রমজান আলী চান্দুর অভিযোগের ভিত্তিতে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা আসেনা।এক পর্যায়ে ওরেন্ট অনুয়ায়ী তাদের বাসায় অভিযান চালালে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এসব অভিযোগের বিষয়ে সদর ভূমি অফিসের প্রসেস সার্ভার আব্দুল মাজেদ মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমাদের পারিবারিক বিষয়, সমাধানের চেষ্টা করছি। অপর অভিযুক্ত ব্যক্তি কামরুল মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অফিসার নুসরাত ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এবিষয়ে দুই পক্ষের শুনানি সাপেক্ষে প্রকৃত জমির মালিককে জমির কাগজ অনুযায়ী অফিসিয়াল কার্যক্রম শেষে বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট