নিজস্ব প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়নের ফকিররাস্তা হতে হাসাডাংগা সহ কয়েকটি গ্রামের মানুষ প্রতিবছরই বৃষ্টি/অতিবৃষ্টিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করে। বিভিন্ন এলাকার বাঁধ ভেংগে আবার বন্যাতে রুপ নেই। উল্লেখিত এলাকায় ২০১৭/১৮ সালের স্বরনকালের এক বন্যায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপরেও হাটুপানিও দেখেছে এ উপজেলার মানুষ। পানিবন্দী ঐ এলাকার মানুষের জন্য প্রতিবছরই বিভিন্ন রাজনৈতিক,সেচ্চাসেবী সংগঠন ছুটে যায় ত্রান সামগ্রী সরবারাহের জন্য।
এ বছরের ভারী বর্ষনেও ফকিররাস্তা,হাসাডাংগা সহ কয়েকটি গ্রামের শতশত মানুষের পানিবন্দী জীবনযাপনের দুঃখ-দূর্দশার খোঁজ খবর,মতবিনিময়ে সরেজমনি দেখা গেলো মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে যশোর-৫ সংসদীয় আসনের (মণিরামপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
সোমবার(২৮ জুলাই) সরেজমিনের তথ্যমতে,পানীবন্দী ১২নং শ্যামকুড় ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের পারাপারের অবলম্বন একটি মাত্র একবাশ ওয়ালা বাঁশের সাঁকো দিয়ে মানবেতর জীবনযাপন করা গ্রামবাসীর দরজায় উপস্থিত হয়েছেন এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে এক পথসভায় মতবিনিময় করেন তিনি।
এ সময় ১২নং শ্যামকুড় ইউনিয়ন সহ মণিরামপুর উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে এলাকাবাসীর পানিবন্দী বিষয়ক বিভিন্ন অভিযোগের উত্তরে এড শহীদ মোঃ ইকবাল হোসেন আশ্বস্ত করে বলেন,দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আপনাদের সকল সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।যখনই সমস্যা তখনি “৯৯৯” এর সেবার মতো আমি আপনাদের তথা মণিরামপুরবাসীর পাশে আছি।