
যশোর অফিস: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রতারণার অভিযোগ ও পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে ‘জাদুকরকে (৫০) আটক করা হয়েছে। আটক জাদুকর শাহাবুদ্দিন যশোর শহরের খোলা ডাঙ্গা এলাকার মৃত গোলাম কাউসারের ছেলে।
শনিবার (২৭ জুলাই) গভীর রাতে জেলার চৌগাছা থানার দেবীপুর বাজার সংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’ এর আবাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই অলক কুমার ও এএসআই শামসুজ্জামানের সমন্বয়ে গঠিত টিম তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে শ্রমিকের ছদ্মবেশে এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর ডিবি পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
Like this:
Like Loading...