
যশোর অফিস :যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ জুলাই (২০২৫) বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়ার নির্দেশনায় এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি মো. আরিফ হোসেন (২৬) কে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা নম্বর-৬, তারিখ-২৫/০৭/২০২৫, ধারা- ৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬(২) অনুযায়ী মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আরিফ হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে একই দিন যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Like this:
Like Loading...