যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা থানার লাউজানি গ্রামের পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
রোহান তার বাবা-মায়ের সঙ্গে লাউজানি বাজারে চিকিৎসকের কাছে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। দ্রুত পালিয়ে যায় ঘাতক চালক। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রোহানের বাড়ি যশোরের ঝিকরগাছা থানার লক্ষীপুর গ্রামে। তার বাবার নাম জিয়াউর রহমান।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুটির মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।