1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বিএসপির ২১ কবির স্মরণে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
যশোর অফিস : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে যশোর শহরের ব্যাপ্টিস্ট চার্জে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কবি ও গবেষক, যশোর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান।
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) সদস্য ২১ কবি চিরতরে চলে গেছেন। তাদের প্রত্যেকের স্মরণে একটি করে বৃক্ষরোপণ করা হবে। বিএসপির সদস্য কবি বিনীতি কুমার বিশ্বাস আজকের দিনে (২৩ জুলাই) ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। তার স্মরণে যশোর ব্যাপ্টিস্ট চার্জে বৃক্ষরোপণ করা হলো। চলতি বছরে ২১ কবির মৃত্যুবার্ষিকীতে ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ করা হবে।
বিএসপির সহসভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি নূরজাহান আরা নীতি, অরুণ বর্মন, কবি পুত্র ডা. অরুপ কুমার বিশ্বাস, আরশি গাইন, কাজী নূর, শামসুজ্জামান স্বজন, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান,আমিনুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট